হাজাছড়া ঝর্ণা

হাজাছড়া ঝর্ণা


বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক পাহাড়ি ঝর্ণা হাজাছড়া। সাজেকগামী পর্যটকদের কাছে বর্তমানে ঝর্ণাটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। কেননা বেশিরভাগ পর্যটকেরা সাজেক ভ্যালী ঘুরে ফিরে যাওয়ার পথে হাজাছড়া ঝর্ণা দর্শন করে যান। বাঘাইছড়ি উপজেলার ১০ নম্বর রাস্তা থেকে ১৫ মিনিট ঝিরিপথ ধরে হেঁটে পৌঁছানো যায় হাজাছড়া ঝর্ণার পাদদেশে। ঝর্ণাটি রাঙ্গামাটি জেলার অন্তর্গত হলেও খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা থেকে হাজাছড়া যাওয়ার পথে প্রকৃতির অপূর্ব ক্যানভাস হৃদয় ছুঁয়ে যায়। মাইনী নদীর জলধারা,রাস্তার দু’পাশে আদিবাসীদের বসবাস, জুম চাষের ক্ষেত এবং সবুজে ঘেরা ঝিরিপথ অভিযাত্রীদের স্বাগতম জানায় হাজাছড়া ঝর্ণার রুপে অভিভূত হতে।


নামকরণের ইতিহাস

হাজাছড়া নামক এলাকা হতে এ ঝর্ণার উৎপত্তি বলে এর নাম ‘হাজাছড়া ঝর্ণা’। কিন্তু অনেকে একে ‘শুকনাছড়া ঝর্ণা’ নামেও ডাকে। কেউ কেউ আবার ‘দশ নাম্বার ঝর্ণা’ নামেও ডাকেন। স্থানীয় আদিবাসীরা ঝর্ণাটিকে ‘চিত জুরানি থাংঝাং ঝর্ণা’ নামেও ডাকেন। যার বাংলা অর্থ ‘মন প্রশান্তি ঝর্ণা’।

কখন যাবেন
বছরের পুরো সময়টা জুড়েই ভ্রমণ পিপাসুদের আনাগোনা এখানে লেগেই থাকে। কেননা সারাবছরই এ ঝর্ণাতে কমবেশি পানি থাকে। তবে শীতকালে এর পানির প্রবাহ কমে গেলেও ঝর্ণার হীমশিতল পানি আর সবুজঘেরা ঝিরিপথ পর্যটোকদের দৃষ্টি কেড়ে নেয়। অন্যদিকে বর্ষায় ঝর্ণার ঝিড়িপথে তুলনামূলক পানি বেড়ে যায়। এর ফলে পথ কর্দমাক্ত থাকে। কিন্তু বর্ষায় ঝর্ণাটি যেন পূর্ণ যৌবন ফিরে পায়। তাই বলা যায় শীতের আগে এবং বর্ষার শেষে এ ঝর্ণা ঘুরতে যাওয়া উত্তম।
বিশেষ সতর্কতা ও পরামর্শ
  • সাথে করে অবশ্যই পানি এবং শুকনা খাবার নিয়ে যাবেন।
  • স্থানীয় আদিবাসীদের সাথে খারাপ আচরণ করবেন না।
  • অনুমতি ছাড়া আদিবাসীদের ছবি বা ভিডিও করবেন না।
  • পরিবেশের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না।
  • বর্ষায় ঝিড়িপথ কর্দমাক্ত থাকে, তাই ভালো গ্রিপের জুতা ব্যবহার করুন।
  • সন্ধ্যার আগে খাগড়াছড়ি শহরে ফেরার চেষ্টা করবেন।

দেশের বিভিন্ন বিভাগীয় শহর দূরত্ব
ঢাকা
৩০১ কি.মি. (ঢাকা – চট্টগ্রাম হাইওয়ে হয়ে গেলে)
রাজশাহী
৫৭৬ কি.মি. (নাটোর – সিরাজগঞ্জ – টাঙ্গাইল – ঢাকা – চট্টগ্রাম হাইওয়ে হয়ে গেলে)
রংপুর
৫৯৪ কি.মি. (বগুড়া – ঢাকা – চট্টগ্রাম হাইওয়ে হয়ে গেলে)
সিলেট
৪১৩ কি.মি. (ঢাকা – চট্টগ্রাম হাইওয়ে হয়ে গেলে)
ময়মনসিংহ
৪০৩ কি.মি. (ঢাকা – চট্টগ্রাম হাইওয়ে হয়ে গেলে)
খুলনা
৩৯৮ কি.মি. (বাগেরহাট – ঝালকাঠি – বরিশাল – লক্ষ্মীপুর → ফেনী – বারৈয়ার হাট হয়ে গেলে)
বরিশাল
২৮৯ কি.মি. (ভোলা – লক্ষ্মীপুর – কাবিলপুর – ফেনী – বারৈয়ার হাট হয়ে গেলে)
চট্টগ্রাম
১৩৫ কি.মি. (খাগড়াছড়ি রোড হয়ে গেলে)

হাজাছড়া ঝর্ণাটি রাঙ্গামাটি জেলার অন্তর্গত হলেও খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা থেকে হাজাছড়া যাওয়া তুলনামুলক সহজ। তাই আপনাকে আগে খাগড়াছড়ি যেতে হবে।

ঢাকা থেকে যাওয়ার উপায়

বাস ঢাকার বাসস্টান্ড সমূহ:-

  • আব্দুল্লাহপুর
  • আরামবাগ
  • পান্থপথ
  • ফকিরাপুল
  • সায়েদাবাদ
  • গাবতলী
  • কলাবাগান
বাস সমূহ:-

  • সেন্টমার্টিন হুন্ডাই (রবি এক্সপ্রেস)
  • শ্যামলী পরিবহণ
  • সৌদিয়া পরিবহণ
  • হানিফ পরিবহণ
  • শান্তি পরিবহণ
  • এস আলম সার্ভিস
  • হিমাচল পরিবহণ
  • লন্ডন এক্সপ্রেস
  • মিয়ামি পরিবহণ
  • দেশ ট্রাভেল
  • গ্রীন লাইন
  • ইকোনো সার্ভিস
  • রয়্যাল পরিবহণ
  • ঈগল পরিবহণ
  • সেঁজুতি পরিবহণ
  • টি আর ট্রাভেলস
  • রিফাত পরিবহণ
  • লাল সবুজ পরিবহণ
  • ইম্পেরিয়াল স্লিপার কোচ
  • রিল্যাক্স ট্রান্সপোর্ট

(যাত্রা পূর্বে অবশ্যই কোথায় যাচ্ছেন, পরিবহনগুলো আপনার গন্তব্য অবধি যাবে কিনা তা ভালোভাবে যাচাই করে নিবেন। কেননা সময় পরিবর্তনের সাথে তথ্যগুলোও পরিবর্তনশীল)

ট্রেন

খাগড়াছড়িতে কোনো রেলওয়ে স্টেশন নেই। রেলওয়ের মাধ্যমে খাগড়াছড়ি যেতে চাইলে আপনাকে ফেনীতে নামতে হবে। কিন্তু ফেনী থেকে খাগড়াছড়ির দূরত্ব ১১০ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

বিমান

খাগড়াছড়িতে কোনো বিমানবন্দর নেই। সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দর। কিন্তু চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দূরত্ব ১০৬ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

রাজশাহী থেকে যাওয়ার উপায়

বাস বাস স্টান্ডসমূহ:-

  • রাজশাহী বাস স্টান্ড
  • শিরুল
  • কাজলা
  • বিনোদপুর
  • বিহাশ মোড়
  • কাটাখালী
  • বানেশ্বর
  • পুটিয়া

বাস সমূহ:-

  • সোনিয়া পরিবহণ
  • শান্তি পরিবহণ

(যাত্রা পূর্বে অবশ্যই কোথায় যাচ্ছেন, পরিবহনগুলো আপনার গন্তব্য অবধি যাবে কিনা তা ভালোভাবে যাচাই করে নিবেন। কেননা সময় পরিবর্তনের সাথে তথ্যগুলোও পরিবর্তনশীল)

ট্রেন

খাগড়াছড়িতে কোনো রেলওয়ে স্টেশন নেই। রেলওয়ের মাধ্যমে খাগড়াছড়ি যেতে চাইলে আপনাকে ফেনীতে নামতে হবে। কিন্তু ফেনী থেকে খাগড়াছড়ির দূরত্ব ১১০ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

বিমান

খাগড়াছড়িতে কোনো বিমানবন্দর নেই। সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দর। কিন্তু চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দূরত্ব ১০৬ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

রংপুর থেকে যাওয়ার উপায়

বাস বাস স্টান্ডসমূহ:-

  • ঢাকা (কামার পাড়া) বাসস্টান্ড
  • মিঠাপুকুর
  • শঠিবাড়ি

বাস সমূহ:-

  • শান্তি পরিবহণ

(যাত্রা পূর্বে অবশ্যই কোথায় যাচ্ছেন, পরিবহনগুলো আপনার গন্তব্য অবধি যাবে কিনা তা ভালোভাবে যাচাই করে নিবেন। কেননা সময় পরিবর্তনের সাথে তথ্যগুলোও পরিবর্তনশীল)

ট্রেন

খাগড়াছড়িতে কোনো রেলওয়ে স্টেশন নেই। রেলওয়ের মাধ্যমে খাগড়াছড়ি যেতে চাইলে আপনাকে ফেনীতে নামতে হবে। কিন্তু ফেনী থেকে খাগড়াছড়ির দূরত্ব ১১০ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

বিমান

খাগড়াছড়িতে কোনো বিমানবন্দর নেই। সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দর। কিন্তু চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দূরত্ব ১০৬ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

সিলেট থেকে যাওয়ার উপায়

বাস বাস স্টান্ডসমূহ:-

  • সিলেট বাসস্টান্ড
  • কদমতলী
  • হুমায়ুন রশিদ চত্ত্বর
  • সোভানি ঘাট

বাস সমূহ:-

  • শান্তি পরিবহন
  • শ্যামলী পরিবহন

(যাত্রা পূর্বে অবশ্যই কোথায় যাচ্ছেন, পরিবহনগুলো আপনার গন্তব্য অবধি যাবে কিনা তা ভালোভাবে যাচাই করে নিবেন। কেননা সময় পরিবর্তনের সাথে তথ্যগুলোও পরিবর্তনশীল)

ট্রেন

খাগড়াছড়িতে কোনো রেলওয়ে স্টেশন নেই। রেলওয়ের মাধ্যমে খাগড়াছড়ি যেতে চাইলে আপনাকে ফেনীতে নামতে হবে। কিন্তু ফেনী থেকে খাগড়াছড়ির দূরত্ব ১১০ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

বিমান

খাগড়াছড়িতে কোনো বিমানবন্দর নেই। সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দর। কিন্তু চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দূরত্ব ১০৬ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

ময়মনসিংহ থেকে যাওয়ার উপায়

বাস বাস সমূহ:-

  • শান্তি পরিবহণ (শামীম এন্টারপ্রাইজ)

(যাত্রা পূর্বে অবশ্যই কোথায় যাচ্ছেন, পরিবহনগুলো আপনার গন্তব্য অবধি যাবে কিনা তা ভালোভাবে যাচাই করে নিবেন। কেননা সময় পরিবর্তনের সাথে তথ্যগুলোও পরিবর্তনশীল)

ট্রেন

খাগড়াছড়িতে কোনো রেলওয়ে স্টেশন নেই। রেলওয়ের মাধ্যমে খাগড়াছড়ি যেতে চাইলে আপনাকে ফেনীতে নামতে হবে। কিন্তু ফেনী থেকে খাগড়াছড়ির দূরত্ব ১১০ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

বিমান

খাগড়াছড়িতে কোনো বিমানবন্দর নেই। সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দর। কিন্তু চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দূরত্ব ১০৬ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

খুলনা থেকে যাওয়ার উপায়

বাস

খুলনা শহর থেকে খাগড়াছড়িতে যাওয়ার কোনো বাস সার্ভিস নেই। তাই খুলনা থেকে খাগড়াছড়ি যেতে প্রথমে আপনাকে ঢাকা অথবা বরিশাল গিয়ে খাগড়াছড়ির বাসে উঠতে হবে।

ট্রেন

খাগড়াছড়িতে কোনো রেলওয়ে স্টেশন নেই। রেলওয়ের মাধ্যমে খাগড়াছড়ি যেতে চাইলে আপনাকে ফেনীতে নামতে হবে। কিন্তু ফেনী থেকে খাগড়াছড়ির দূরত্ব ১১০ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

বিমান

খাগড়াছড়িতে কোনো বিমানবন্দর নেই। সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দর। কিন্তু চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দূরত্ব ১০৬ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

বরিশাল থেকে যাওয়ার উপায়

বাস বাস স্টান্ডসমূহ:-

  • নাটুল্লাবাদ

বাসসমূহ:-

  • শান্তি পরিবহণ
বিমান

খাগড়াছড়িতে কোনো বিমানবন্দর নেই। সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দর। কিন্তু চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দূরত্ব ১০৬ কিলোমিটার হওয়ায় বাস সার্ভিস ব্যবহার সুবিধাজনক।

চট্টগ্রাম থেকে যাওয়ার উপায়

বাস

(কক্সবাজার চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত হওয়ায় শহর থেকে কক্সবাজারগামী অনেক লোকাল বাস সহ সারা বাংলাদেশের সকল বাস চট্টগ্রামের উপর দিয়ে যায় বলে অনেক কোচ বাস পাওয়া যায়)

বাস স্টান্ডসমূহ:-

  • দামপাড়া
  • সিনেমা প্যালেস
  • নতুন ব্রিজ
  • চাটগাওন বাস পয়েন্ট
  • ডলফিন চত্তর
  • চিটাগং বাস স্ট্যান্ড
  • অলংকার মোড়
বাস সমূহ:-

  • শান্তি পরিবহণ
  • ইম্পেরিয়াল এক্সপ্রেস

হাজাছড়া যেতে আপনাকে আগে খাগড়াছড়ি দিঘীনালা বাস টার্মিনালে নামতে হবে। সেখানে থেকে মোটরবাইক বা চাঁদের গাড়ির সাহায্যে বাঘাইহাটের ১০ নম্বর রোডে নামতে হবে। সাজেকের পর্যটকরাও হাজাছড়া যেতে চাইলে বাঘাইহাটের ১০ নম্বর রোডে নামবেন। ১০ নম্বর রোড থেকে মাত্র ১৫ মিনিট হাটলেই হাজাছড়া ঝর্ণা।

যোগাযোগ সম্পর্কিত সকল তথ্য (বুকিং সম্পর্কিত, অফিসে যোগাযোগ সংক্রান্ত ইত্যাদি) সরকারি ওয়েবসাইটে দেয়া রয়েছে।

দেখতে এখানে ক্লিক করুন।


থাকা ও খাওয়ার ব্যবস্থা

(থাকা খাওয়ার জন্য খাগড়াছড়ি শহরেই সবরকমের ব্যবস্থা রয়েছে।)

এছাড়াও থাকা ও খাওয়া সম্পর্কিত সকল তথ্য (বুকিং সম্পর্কিত, অফিসে যোগাযোগ সংক্রান্ত ইত্যাদি) সরকারি ওয়েবসাইটে দেয়া রয়েছে।

দেখতে এখানে ক্লিক করুন।

আবাসিক হোটেলসমূহ

জনপ্রিয় হোটেলসমুহ:-

  • খাগড়াছড়ি পর্যটন মোটেল
  • হোটেল ইকো ছড়ি ইন
  • শৈল সুবর্ণ
  • হোটেল হিল টাচ
  • হোটেল মাউন্ট ইন
  • হোটেল নূর
  • গাংচিল আবাসিক
  • অরণ্য বিলাস
  • জিরান হোটেল
  • হোটেল লিবয়ত
  • চৌধুরী বোর্ডিং
  • উপহার হোটেল
  • হোটেল নিলয়
  • হোটেল হিল হেভেন
  • সার্কিট হাউস
  • হোটেল চেংগী
  • হোটেল সিটি পয়েন্ট ইন
  • হোটেল রংধনু
  • হোটেল শিল্পী ইত্যাদি।
রেস্টুরেন্টসমূহ উল্লেখযোগ্য কিছু রেস্টুরেন্ট:-

  • এফএনএফ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টার
  • ইসমাইল হোটেল
  • ব্যাম্বু শুট
  • হিল ফ্লেভারস
  • ফুডাং থাং
  • চাওমিন রেস্টুরেন্ট
  • গাং সাবারাং
  • পাজল ও চিম্বাল রেস্টুরেন্ট
  • গাজী হোটেল এন্ড রেস্টুরেন্ট
  • মক্কা হোটেল রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউস
  • শাপলা হোটেল রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউস
  • মনটানা হোটেল এন্ড কাবাব ঘর

এছাড়াও আরো অনেক নতুন পুরাতন রেস্টুরেন্ট রয়েছে।

উল্লেখযোগ্য পাহারী খাবারের রেস্টুরেন্ট:-

  • IFC ক্যাফে (Instant Food Cafe)
  • জামতলা রেস্টুরেন্ট
  • ইজোড় রেস্টুরেন্ট
  • নগ্রাই ক্যাফে এন্ড রেস্টুরেন্ট
  • বোম্বে শুট রেস্টুরেন্ট এন্ড ফুড ওয়ার্ল্ড ইত্যাদি।
বি.দ্রঃ সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক নতুন নতুন থাকার এবং খাওয়ার হোটেল/রেস্টুরেন্ট তৈরি হয়।

ভ্রমণের সুবিধা হল

  • উন্নত যোগাযোগ ব্যবস্থা।
  • পরিবার/দম্পতি বা বন্ধুদের সাথে উপযুক্ত সময় কাটানোর সুবিধা।
  • সুন্দর এবং মনোরম পরিবেশ।

পরামর্শ: প্রথমত, গাড়ি বা নৌকা ভ্রমণ, হোটেল বুকিং, খাবার কিংবা কোন কিছু কেনার পূর্বে দর কষাকষিতে সর্বদা সতর্ক থাকবেন। এছাড়াও-

  • প্রয়োজনে ছাতা বা রেইনকোট নিবেন।
  • স্থানীয় গাইডের সাহায্যে পুরো অঞ্চল সুন্দরভাবে ঘুরতে পারবেন।
  • পরিবেশের জন্য ক্ষতিকর কিছু এড়িয়ে চলবেন।

 

দৃষ্টি আকর্ষণযে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকবেন, অন্যদেরকেও উৎসাহিত করবেন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।

সতর্কতা: হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই উল্লিখিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন।

বি.দ্রঃ সকল প্রকার দালাল/প্রতারক থেকে সাবধান। পথে অনেক সাবধানে চলবেন যেন কোনো প্রকার বিপদে না পরেন। যেকোনো সমস্যায় স্থানীয় প্রশাসনের সহযোগীতা নিবেন অথবা বাংলাদেশের জাতীয় জরুরী সেবা – ৯৯৯ এ কল করবেন।


যেকোন তথ্য অথবা ভ্রমণ সহায়তার জন্য যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন-
ইমেইল[email protected]

নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং সোশ্যাল চ্যানেলে-
ইউটিউব – https://www.youtube.com/@BiratBazar
ফেইসবুক – https://www.facebook.com/BiratBazar
→ টুইটার – https://twitter.com/BiratBazar
→ ইন্সটাগ্রাম – https://www.instagram.com/biratbazar/
থ্রেডস – https://www.threads.net/@biratbazar
লিংকড ইন – https://www.linkedin.com/company/biratbazar

Leave a Reply